News & Press Release

যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন ই-কমার্স প্ল্যাটফর্ম জিনকি

আগামি ১ই এপ্রিল ২০২১, দেশের বাজারে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন ই-কমার্স প্ল্যাটফর্ম Zinqi.com (জিংকি)। এ উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে রাজধানীর Cafe Rio, Buffet Restaurant এ OPENING CEREMONY OF ZINQI নামক একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রোগ্রামটিতে নির্দিস্ট কিছু গেস্ট, একাধিক ই-কমার্স প্লাটফর্ম এর মালিক, ভেন্ডর, রেসেলার এবং ই-কমার্স ইন্ডাস্ট্রি বিশিষ্ট ব্যাক্তি বর্গ উপস্থিত থাকবেন। দেশের করোনা ভাইরাস সংক্রমনের উর্ধগতি’র কথা মাথায় রেখে প্রোগ্রামটি সংক্ষিপ্ত করা হয়েছে। তবে এতে সকল গেস্ট, গ্রাহক, ক্রেতা, শুভাকাঙ্খী সরাসরি লাইভে অংশগ্রহন করতে পারবেন ফেসবুক থেকে। লাইভ’টি সরাসরি সম্প্রচার হবে Zinqi.com এর অফিসিয়াল পেজ @   https://www.facebook.com/zinqiofficial এ।  

Read More
e commerce day
News & Press Release

উদাহরণ সৃষ্টি করেছে বাংলাদেশের ই-কমার্স

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশের ই-কমার্স এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়েছে। প্রবৃদ্ধির একটা উদাহরণ হয়ে আছে। এটা সম্ভব হয়েছে ই-ক্যাবের সম্মিলিত প্রচেষ্টা এবং এই সেক্টরের কর্মীদের একনিষ্ঠ পরিশ্রমের কারণে। ই-ক্যাব একটি নবীন সংগঠন হয়েও তাদের কর্মতৎপরতা এবংআপদকালীন সময়ে সেবা দিয়ে সক্ষমতা ও দক্ষতার পরিচয়ে দিয়ে আইসিটি সেক্টরের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠনে পরিণত হয়েছে।  (মূল লেখাঃ https://digibangla.tech/e-commerce/47612/) ই-কমার্স দিবস ২০২১ উপলক্ষ্যে বৃহস্প্রতিবার (৭ এপ্রিল) রাতে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাব আয়োজিত ‘‘ ই-কমার্স ফর লিভিং’’ ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।  …

Read More