News & Press Release

যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন ই-কমার্স প্ল্যাটফর্ম জিনকি

আগামি ১ই এপ্রিল ২০২১, দেশের বাজারে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন ই-কমার্স প্ল্যাটফর্ম Zinqi.com (জিংকি)। এ উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে রাজধানীর Cafe Rio, Buffet Restaurant এ OPENING CEREMONY OF ZINQI নামক একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রোগ্রামটিতে নির্দিস্ট কিছু গেস্ট, একাধিক ই-কমার্স প্লাটফর্ম এর মালিক, ভেন্ডর, রেসেলার এবং ই-কমার্স ইন্ডাস্ট্রি বিশিষ্ট ব্যাক্তি বর্গ উপস্থিত থাকবেন। দেশের করোনা ভাইরাস সংক্রমনের উর্ধগতি’র কথা মাথায় রেখে প্রোগ্রামটি সংক্ষিপ্ত করা হয়েছে। তবে এতে সকল গেস্ট, গ্রাহক, ক্রেতা, শুভাকাঙ্খী সরাসরি লাইভে অংশগ্রহন করতে পারবেন ফেসবুক থেকে। লাইভ’টি সরাসরি সম্প্রচার হবে Zinqi.com এর অফিসিয়াল পেজ @   https://www.facebook.com/zinqiofficial এ।  

Read More